24 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টি‌সি‌বির পণ্য ফের বিক্রি শুরু

টি‌সি‌বির পণ্য ফের বিক্রি শুরু

সাশ্রয়ী দামে টিসিবি'র পণ্য বিক্রি শুরু হচ্ছে বুধবার

বিএনএ ডেস্ক: সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (৬ মার্চ) সাশ্রয়ী মূল্যে ক‌য়েক‌টি পণ্য বিক্রি শুরু করছে। আসন্ন রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে দুবার ক‌রে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নি‌য়ে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

রোববার (৬ মার্চ) থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে ক‌রে টি‌সি‌বির পণ্য বিক্রি করা হবে। এবা‌রের বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন চলবে। এর পর দুই দিন বির‌তি দি‌য়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও এসব পণ্য বিক্রি করা হবে।

ঢাকার বাই‌রে অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টি‌সি‌বির বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ শুরু হবে ব‌লে জানা গে‌ছে।

এবার একজন ভোক্তা দুই কে‌জি পেঁয়াজ ৩০ টাকা কে‌জি দরে, দুই কে‌জি চি‌নি ৫৫ টাকা কেজি ক‌রে, দুই লিটার তেল ২২০ টাকা দরে এবং এক কে‌জি মশুর ডাল ৬০ টাকা দরে কিন‌তে পার‌বেন।

এ ব্যাপারে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, প্রথম ধাপে আগের মতো চিনি, মশুর ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হবে। দ্বিতীয় ধাপে এর সঙ্গে ছোলা বুট ও খেজুর যুক্ত হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, অসাধু চক্রকে ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশনে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগের নিয়মেই অর্থাৎ কোনো কার্ড ছাড়াই ঢাকার দুই সিটি করপোরেশনে ও বরিশাল সিটি করপোরেশনের স্বল্প আয়ের ক্রেতারা টিসিবির পণ্য কিনতে পারবেন। তবে পণ্য বিক্রির স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। নিয়ম ভেঙে কেউ পণ্য নিলে জেল-জরিমানা করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন