25 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চকবাজারে কাজের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) ভোরে চকবাজারের খালপাড় মদীনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, গৃহকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করা খালপাড় এলাকার এক গৃহবধূর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। পরে ওই গৃহকর্মীকে কাজের প্রলোভন দেখিয়ে বাসায় এনে খোরশেদ ধর্ষণ করে। এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদেলতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ