গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে উত্তেজিত ছাত্র-জনতা।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করেন উত্তেজিত জনতা।