22 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

সাবেক প্রতিমন্ত্রী রাসেলের বাড়িতে হামলা-ভাঙচুর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের টঙ্গীতে নোয়াগাঁও এলাকায় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে উত্তেজিত ছাত্র-জনতা।

বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে উত্তেজিত জনতা ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় প্রতিমন্ত্রীর বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয় এবং তার চাচা মতিউর রহমান মতির বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করেন উত্তেজিত জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল উত্তেজিত জনতা হাতুড়ি, শাবল, লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে ওই বাড়ি দুটিতে হামলা চালায়। এ সময় তারা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির তিনতলা বাড়ির পকেট গেট ভেঙে ভেতর প্রবেশ করে। তবে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসভবনের গেট ভাঙতে না পারায় জানালার কাচ ভাঙচুর করে।

এর আগে উত্তেজিত জনতা প্রতিমন্ত্রীর বাসভবনের পাশে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহিদ আহসান উল্লাহ মাস্টারের ম্যুরাল ভাঙচুর করেছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ