14 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: নেপালকে ৪-০ গোলে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে ভারত। বাংলাদেশ লিগ পর্বে নেপাল ও ভারতকে টানা হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে। ভুটানের বিপক্ষে আনুষ্ঠানিকতার সে ম্যাচটি আজই সন্ধ্যায়।

বাংলাদেশ-ভারত ফাইনাল ৮ ফেব্রুয়ারি।

লিগ পর্বে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতকেও ১-০ গোলে হারান সাগরিকারা। ভারতের বিপক্ষে সে ম্যাচ শেষেই ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। শিরোপা লড়াইয়ের আগে ভুটানের বিপক্ষে আজ নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সাইফুল বারীর দল।

ভারত আজ নেপালের বিপক্ষে প্রাধান্য নিয়ে খেলেই ম্যাচ জিতেছে।

যদিও প্রথম গোল পেতে তাদের ৫৪ মিনিট অপেক্ষা করতে হয়। নেহা ভারতকে প্রথম এগিয়ে দেন। ৮৬ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। ৮৯ মিনিটে ৩-০ করেন সুলঞ্জনা রাউল। এরপর যোগ করা সময়ে সিন্ডি কোলনির।

গত অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে ড্র ছিল বাংলাদেশের, জয় ছিল নেপালের বিপক্ষে। নেপাল ভারতকে হারিয়ে ফাইনাল খেলে। ফাইনালে আবারও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার ভারতকে হারিয়ে আবারও ফাইনালে তাদের পেল স্বাগতিকরা।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ