28 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তিতে শোভাযাত্রা

শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তিতে শোভাযাত্রা

শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তিতে শোভাযাত্রা

বিএনএ, চট্টগ্রাম: ১৯২১ সালের ফেব্রয়ারিতে প্রতিষ্ঠিত অল বেঙ্গল টির্চারস এসোসিয়েশন শত বছর পূর্ণ হল। গাইবান্ধার তৎকালীন শিক্ষক বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়েরহাত ধরে প্রতিষ্ঠিত এই শিক্ষক সমিতি। সমিতিটি সমাজের আলোকিত দর্পণ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে বক্তব্য প্রদান করেছেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী।

শনিবার (৬ফেব্রুয়ারি) চট্টগ্রাম আন্দরকিল্লা শিক্ষক সমিতি কার্যালয়ে ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ পূর্তি উপলক্ষে শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ লতিকউল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা  বলেন।

এসময় সমিতির কার্যলস্থ আন্দরকিল্লা মোড়ে বেলুন উড়িয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি রনজিত কুমার নাথ, সমিতির সাংগঠিনক সম্পাদক লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার চৌধুরী, অধ্যাপক জাহাঙ্গীরসহ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, লাখেরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা সংগীতা বড়ুয়া, সহ-প্রধান শিক্ষক স্বপন কান্তি চৌধুরী, ভারতী রায়, শিলু রানী দাশগুপ্ত, কাজল নাথ, সুদীপ্ত চৌধুরী, রাউজান শাখার সভাপতি কাঞ্চন চৌধুরীসহ প্রবীণ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সমাবেশ শেষে একটি শোভা যাত্রা চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে আবার কার্যালয়ে ফিরে এসে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ