18 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জে ট্রাক খাদে,দুইজনের মৃত্যু 

বিএনএ,চট্টগ্রাম: রাঙ্গামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি উল্টে প্রিয়ধন তনচংঙ্গ্যা (১২) নামের এক কিশোর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়ধন ভাঙামূড়া এলাকার কংগ্রেজ জয় তনচংগ্যার ছেলে।

আহতরা হলেন-উপায়নন্দ ভিক্ষু (৫৫), কৈয়া মালা তনচংঙ্গ্যা (৮০), মূল্য কুমার তনচংঙ্গ্যা (৪৫), পরাঞ্জয় তনচংঙ্গ্যা (৩৭) ও সুফল কালাচাঁন তনচংঙ্গ্যা (১১)। এদের মধ্যে মূল্য কুমার তনচংঙ্গ্যা, পরাঞ্জয় তনচংঙ্গ্যা ও সুফল কালাচাঁন তনচংঙ্গ্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন বলেন, আজ (শনিবার) বিকালে কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া এলাকায় চাঁদের গাড়ি উল্টে খাদে পড়ে গেলে প্রিয়ধন তনচংগ্যা নামে এক কিশোর নিহত হয়।এ দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ