16 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

দিরিলিস আরতুগ্রুল দেখে মার্কিন নারীর ইসলাম গ্রহণ

বিএনএ বিশ্বডেস্ক :  জনপ্রিয় তুর্কি টিভি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ দেখে ইসলাম গ্রহণ করেছেন আমেরিকান এক নারী। উইসকনসিনের বাসিন্দা ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছেন খাদিজা।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক (খৃষ্টান)। একপর্যায়ে তিনি মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের নওমুসলিম ওই নারী বলেন, আমি ওই সিরিজটি যখন চোখে পড়লো তখন এর পুরোটা (একটি পর্ব) দেখলাম। এভাবে আমার দেখা শুরু হলো। নেটফ্লিক্সে ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো।

বিশেষ করে আরতুগ্রুল সিরিজে মহিউদ্দিন ইবনে আরাবীর সংলাপগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। তার কথাগুলো অনেকবার তাকে কাঁদিয়ে গেছে।

তিনি বলেন, আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী। কিন্তু যখন এটি আমি দেখি তখন আমার চোখ খুলে গেছে। ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়, এভাবে আমি আরও বেশি দেখতে থাকি।  ইসলামের প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ