বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাজিব খান হত্যা মামলার অন্যতম দুই আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সায়েদাবাদ বাস টার্মিনাল মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইজার আলী (৪০), মোস্তাকুল (৩৫) ও অলিউল্লা ওরফে পোকা (২৮)। তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ১২টি মোবাইল ও ১টি হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ১ ফেব্রুয়ারি রাতে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে রাজিবকে ধারালো লোহার কাঁচি(সিজার) ও সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় রাজিব। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাজিব মারা যান। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।
বিএনএ/ এসকে, ওজি