17 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকা :  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

সোমবার ( ৬ জানুয়ারি) রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে ৩টি স্পটের প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৬ শ’টি বাড়ির প্রায় ৮ শ’টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, এছাড়া ৩টি বেকারি ও ১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১শ’ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ (প্রায়) উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ