21 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারার ঝিওরীতে জাল ভোট দিতে বাধা দেয়ায় এজেন্টের ওপর হামলা

আনোয়ারার ঝিওরীতে জাল ভোট দিতে বাধা দেয়ায় এজেন্টের ওপর হামলা


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : আনোয়ারার ঝিওরীতে জাল ভোট দিতে বাধা দেয়ায়  নিজাম উদ্দীন(৩২) নামে এক পোলিং এজেন্টের ওপর  হামলার ঘটনা ঘটেছে। বুধবার(৫ জানুয়ারী) ভোট গণনার পর এ হামলার  ঘটনা ঘটে।  নিজাম উদ্দীন আনোয়ারা থানাধীন পশ্চিম ঝিওরী গ্রামের মোজাহের উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাল ভোট দিতে বাধা দেয়ায় নিজামউদ্দীনের ওপর হামলা করে মেম্বার পদপ্রার্থী কামাল উদ্দিনের(পাখা) লোকেরা।নিজাম উদ্দীন ৬ নং বারখাইন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঝিওরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী নুরুল ইসলামের  পোলিং এজেন্টের দায়িত্ব নেয়।ভোট গ্রহণকালে  কামাল উদ্দিনের সমর্থকেরা জাল ভোট দিতে চাইলে নিজাম উদ্দীন এতে বাধা দেয়। ভোট গণনা শেষে দেখা যায় মেম্বার প্রার্থী সারোয়ার জাহান (মোরগ) জয়ী হয়।নির্বাচনে পরাজিত হয়ে দিশেহারা হয়ে পড়ে  দুইবারের নির্বাচিত  মেম্বার  কামালউদ্দিনের সমর্থকেরা।সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে নুরুল ইসলামের এজেন্ট নিজামউদ্দীনের ওপর। নির্বাচনী কাজ শেষে বাসায় ফেরার পথে হাজিগাঁও ভগ্গনশাহ’র মাজার রোডে নিজামকে রক্তাক্ত করে কামাল উদ্দিনের লোকেরা । তাকে এলোপাতাড়ি মারতে থাকে হামলাকারীরা । পরে স্থানীরা গুরুতর আহত নিজামকে  উদ্ধার করে প্রথমে আনোয়ারা মেডিকেল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এর আগে বাড়ীতে গিয়ে   নিজামউদ্দীনের গর্ভবতী স্ত্রীর ওপর চড়াও হয় সন্ত্রাসীরা। তাকে লাথি মেরে আহত করে তারা।

উল্লেখ্য, আনোয়ারায় বুধবার অনুষ্ঠিত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের কয়েকশ গজ দূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম ওংকার দত্ত (৩৫)। তিনি চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১১ টায় ভোট চলাকালে দু’ মেম্বার প্রার্থী লঘু নাথ সরকার ও ধনঞ্জয় দত্ত ভোলার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ওংকার দত্ত নামে এক যুবক গুরুতর আহত হন।  প্রথমে তাকে আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওংকারকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ