23 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » একনজরে চট্টগ্রামে ইউপি নির্বাচনের ফলাফল

একনজরে চট্টগ্রামে ইউপি নির্বাচনের ফলাফল

ইউপি নির্বাচনে

বিএনএ, চট্টগ্রাম :

আনোয়ারা :  আনোয়ারায় ১১ উপজেলার মধ্যে গতকাল চেয়ারম্যান পদে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এর আগে ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হন নৌকার প্রার্থীরা। দুই ইউনিয়নে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকালের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন বারশত ইউনিয়নে এমএ কাইয়ুম শাহ (নৌকা) প্রাপ্ত ভোট ১১,৩৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক চৌধুরী (আনারস) ২৫৩৪। রায়পুর ইউনিয়নে আমিন শরীফ (ঘোড়া).৭,৩৭১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম (নৌকা) ৪৭৫৫, ফজলুল কাদের চৌধুরী (মোটরসাইকেল) ৪,১২৯ । বরুমচড়া ইউনিয়নে জয়ী হয়েছেন সামশুল ইসলাম (নৌকা) ৪,৫২৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন চৌধুরী (সিএনজি) ৩,৪৭৪ , আবুল বশর (আনারস) ৩,৩২৫। আনোয়ারা সদর ইউনিয়নে জয়ী হয়েছেন অসীম কুমার দেব (নৌকা) ৪,০৮৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিদারুল ইসলাম চৌধুরী টিপু (মোটরসাইকেল) ২,২৪৯, শহীদুল ইসলাম (আনারস) পেয়েছেন ২৯২ ভোট। পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (নৌকা) ৮,৯০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন (মোটরসাইকেল) পেয়েছেন ১,৭৫৮ ভোট। হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন (নৌকা) জয়ী হয়েছেন ৯,৯৮০ ভোট পেয়ে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মা. সোলেমান (আনারস) পেয়েছেন ১,৬৭১ ভোট, আবু তাহের (চশমা ) পেয়েছেন ১,৫৪৪ ভোট।

চন্দনাইশ : চন্দনাইশে ৭ ইউনিয়নে গতকাল বুধবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে ৪ জন আওয়ামীলীগ মনোনীত এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ধোপাছড়ি ইউনিয়নে আ’লীগ মনোনীত মো. আবদুল আলিম (নৌকা), তিনি পেয়েছেন ৩,১৫৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস), পেয়েছেন ১,৭১৫। হাশিমপুর ইউনিয়নে জয়ী হয়েছেন এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৪,৭৪১, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) পেয়েছেন ২,৩৭০। বৈলতলী ইউনিয়নে আ’লীগ মনোনীত এসএম সায়েম (নৌকা) পেয়েছেন ৭,৮৪৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) পেয়েছেন ৩,৫২৪। কাঞ্চনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানি (আনারস) জয়ী হয়েছেন ৬,৬০২ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত এড. আবু ছালেহ (নৌকা) পেয়েছেন ৪,৫০২। বরকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম চৌধুরী ( আনারস) জয়ী হয়েছেন ৫,৪০৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) পেয়েছেন ১,৯৪৩, বরমা ইউনিয়নে জয়ী হয়েছেন মো. খোরশেদ আলম টিটু ( ঘোড়া), তার প্রাপ্ত ভোট ৪,৪০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম (নৌকা)। তার প্রাপ্ত ভোট ৪,০৪৩।

বোয়ালখালী :  এ উপজেলার শাকপুরা ইউপিতে আব্দুল মান্নান মোনাফ (নৌকা) ৭,৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দীন সোহেল (আনারস) পেয়েছেন ৫,১৩৮ ভোট। সারোয়াতলী ইউপিতে মো. বেলাল হোসেন (নৌকা) ৯,৯৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী এ এম এম ইউসুফ চৌধুরী (আনারস) পেয়েছেন ১,৫০০ ভোট। পোপাদিয়া ইউপিতে এসএম জসিম উদ্দীন (নৌকা) ৯,০৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু দাশ (টেলিফোন) পেয়েছেন ২,২০৫ ভোট। চরণদ্বীপ ইউপিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ সামশুল আলম ৪,৫১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী মো. নুরুল আমিন খান পেয়েছেন ৩,০৯৫ ভোট। শ্রীপুর-খরণদ্বীপ ইউপিতে মোহাম্মদ মোকারম (নৌকা) ৮,০৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এখানে বিদ্রোহী প্রার্থী জমির উদ্দীন (আনারস) পেয়েছেন ৩১২৫ ভোট। আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ৫,৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম বড়ুয়া পারু (কাস্তে) পেয়েছেন ৯৩৫ ভোট। আহলা করলডেঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হামিদুল হক মান্নান (আনারস) ৫৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনছুর আহাম্মদ বাবুল (নৌকা) পেয়েছেন ৩,৪০৫ ভোট।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ