27 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নারী উদ্যেক্তারা অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে-সমাজকল্যাণ উপদেষ্টা

নারী উদ্যেক্তারা অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে-সমাজকল্যাণ উপদেষ্টা

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ অর্থনীতিতে মেয়েদের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, দেশে নারী কেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এর ফলে ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। এটা দেশের জন্য বড় অর্জন।


তিনি আরো বলেন, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার মাধ্যমে যেন এই রাষ্ট্রের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া যায় এবং বঞ্চিত মানুষের বেঁচে থাকার অবলম্বনে সংবেদনশীল সামাজিক ব্যবসার চিন্তা ধারায় একটি সুন্দর সমাজ গড়া যায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকা ‘মহিলা কমিটি’ কর্তৃক আয়োজিত ৫-৭ ডিসেম্বর ‘বার্ষিক আনন্দ মেলা’ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ দেশের ১৮ কোটি মানুষকে অশান্তি করে ভারত যেমন বাঁচতে পারবে না, তেমনি ভারতও একা চলতে পারবে না। ভারতকে সংবেদনশীল হয়ে আসতে হবে তাহলেই ভারতের সাথে সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং সুসম্পর্ক বজায় রাখতে পারব।

শারমীন এস মুর্শিদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর সমাজ তথা দেশ গড়তে বদ্ধপরিকর। তিনি বলেন, ’৭১ আমাদের দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, মাটি দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত দেশ দেয়নি। ’৭১ এর মাথার মুকুট আমরা পদদলিত করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারিনি, কৃষকদের উন্নয়ন করতে পারিনি বলেই তার পরিণত হচ্ছে ২০২৪।

তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত-অগণতান্ত্রিক রাষ্ট্রের নিষ্ঠুরতার কারণে বাধ্য হয়ে ছাত্র-জনতা ২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপ্লব ঘটিয়ে এ দেশকে নতুন করে পুনর্জন্ম করেছে। তাই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সকলের প্রচেষ্টায় এদেশকে গড়তে হবে।


পরে তিনি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে মহিলা কমিটির সভানেত্রী সেলিনা আক্তার পপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা অফিসার্স ক্লাবের সম্পাদক এবিএম আব্দুস সাত্তার, ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক ও কমিটির সদস্যবৃন্দ।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ