বিএনএ, ঢাকা : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারিহারে গ্রেপ্তার করা যাবে না।
এখন আগের মতো গুম-খুন বা আয়নাঘর নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, এখন সাংবাদিকদের তথ্য দিতে বাধা নেই। যে সকল পুলিশ সদস্য এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করেন তাদের পরিবর্তন হওয়ার আহ্বান জানান তিনি।
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তার যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।
বিএনএনিউজ/এইচ.এম।