28 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় মসজিদে গুলি : নিহত ১২

নাইজেরিয়ায় মসজিদে গুলি : নিহত ১২

নাইজেরিয়ায়

নাইজেরিয়ায় বন্দুকধারীরা একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ অন্তত ১২ মুসল্লিকে হত্যা এবং একই সময়ে অন্য একটি মসজিদ হতে অজ্ঞাত সংখ্যক মুসল্লিকে অপহরণ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার রাতে দেশটির উত্তরাঞ্চলে কাতসিনা রাজ্যে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। গুলিতে মসজিদটির ইমামও মৃত্যুবরণ করেছেন।

এ সময় আরও ১৯ মুসল্লিকে অপহরণ করে সঙ্গে নিয়ে গেছে হামলাকারীরা।

হামলাকারীরা সাধারণত মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে থাকে। কখনো কখনো হত্যাও করে। এ ছাড়া জমির ফসল চাষ ও সুরক্ষার জন্য গ্রামবাসীর কাছ থেকে প্রায়ই চাঁদা আদায় করে থাকে।

বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তখন প্রাণভয়ে অনেক মুসল্লিরা পালিয়ে যান। একই সময়ে নিকটস্থ অপর একটি মসজিদ হতে ১৫/২০জন মুসল্লিকে অপহরণ করে নিয়ে যায়।

কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ মসজিদে হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

bnanews24,Gn

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ