16 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট


বিএনএ, ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে নগরের অধিকাংশ সড়কই তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। শাহবাগে গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহাসম্মেলনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হয়েছেন আলেম-ওলামা ও জনতা। সম্মেলনে অংশ নিতে তারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে রাজধানীতে প্রবেশ করেছেন। সেই বাসগুলো রাখা হয়েছে রাস্তায়। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এছাড়া এদিন সকাল থেকেই মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়। এতে করে মেট্রোরেলে বাড়তি চাপ পড়ে।

উল্লেখ্য, তাবলিগের দুই পক্ষের জন্য ২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। এরই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ