16 C
আবহাওয়া
৪:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নাগরদোলায় প্রাণ গেল তরুণের

চট্টগ্রামে নাগরদোলায় প্রাণ গেল তরুণের

কোভিডে একজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় নাগরদোলায় চড়তে গিয়ে আবদুল্লাহ আল নোমান (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল নোমান উপজেলা সদর ইউনিয়নের ডা. খায়ের আহমদ পাড়ার আবু বক্করের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

জানা গেছে, লোহাগাড়া সদর পুরাতন থানা রোডস্থ ছমদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় নাগরদোলায় চড়ে আনন্দ উল্লাস করছিল ওই তরুণ। একপর্যায়ে তার মাথা নাগরদোলার রডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।

তিনি বলেন, খবর পাওয়া মাত্র লোহাগাড়া থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ স্বজনদের হেফাজতে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ