24 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে ভারত

টস জিতে ব্যাটিংয়ে ভারত


বিএনএ, ক্রীড়াডেস্ক : টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াই এটি।

কলকাতার ইডেন্স গার্ডেনসে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে এ মস্যাচ ।  এদিন কয়েন ভাগ্য পাশে পেয়েছেন রোহিত শর্মা।

চলমান আসরে জয়-পরাজয়ের হিসেবে সমানে সমান লড়াই করছে দুই দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পরিসংখ্যানের হিসেবে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেসব ম্যাচে জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের পক্ষে। দক্ষিণ আফ্রিকার ৫০ জয়ের বিপরীতে ভারতের জয় ৩৭টি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

একদিনের বিশ্বকাপেও মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে। বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকার ৩ জয়ের বিপরীতে ভারতের জয় ২টি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ