21 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সকাল সাড়ে ৭টা থেকে উত্তরা-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল

সকাল সাড়ে ৭টা থেকে উত্তরা-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল

টানা তিনদিন বন্ধ থাকবে মেট্রো রেল

বিএনএ, ঢাকা : মেট্রোরেল পরিষেবার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুট আজ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৪ নভেম্বর) এই রুটের আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের উদ্বোধন করেছেন।

প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলবে মেট্রোরেল। উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে। তবে যেসব যাত্রীর র‍্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ