20 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্র–গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র–গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র–গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে দেশিয় অস্ত্র ও গুলিসহ মো. সেলিম উদ্দিন (২৭) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল। গ্রেপ্তার সেলিম হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের নুরুচ্ছাফা বাবুলের ছেলে।

অজয় দেবশীল বলেন, বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজার এলাকার যাত্রী ছাউনীতে চেকপোস্ট বসানো হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্য বের হওয়া এক অস্ত্রধারীর তথ্য পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশিয় তৈরি অস্ত্র ও একটি তাজা কার্তুজ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ