20 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » টস জিতে বোলিংয়ে ভারত

টস জিতে বোলিংয়ে ভারত

টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিন্ধান্ত নিয়েছেে ভারত। শুক্রবার(৫ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাদের সঙ্গী হওয়ার সুযোগ এখনও ভারতের সামনে। যদিও ৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়ার অবস্থান এখন টেবিলের চার নম্বরে।

দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। ফলে সেমিফাইনালে যেতে হলে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে স্কটল্যান্ডের বিপক্ষে।

৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান।

ভারত একাদশ : 

বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী।

স্কটল্যান্ড একাদশ :

কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ের ইভানস, ব্র্যাড হোয়েল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ