বিএনএ বিশ্বডেস্ক:আফগানিস্তানে সম্ভাব্য গৃহযুদ্ধের ব্যাপারে সবাইকে সতর্ক করে করেছেন কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মানসুর আহমাদ খান।
তিনি বলেন, ‘আফগানিস্তানের সব পক্ষ যদি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অংশগ্রহণমূলক সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে সেদেশে গৃহযুদ্ধ বেধে যেতে পারে।’
তিনি বলেন, এ সংঘাত ওই দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখেনি। তাই সব পক্ষকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক উদ্যোগ নেয়া ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘শাসন ক্ষমতায় সবার অংশগ্রহণের সুযোগ দেয়া হলে আন্তর্জাতিক সমাজের কাছেও আফগানিস্তানের গ্রহণযোগ্যতা বজায় থাকবে।’
গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর পাকিস্তান সরকার আফগানিস্তানে ব্যাপক সংস্কারের বিষেয়টিকে স্বাগত জানায় এবং ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় তালেবানকে সরকার গঠনে সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এ লক্ষ্যে পাকিস্তান সরকার তালেবানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য ব্যাপক চেষ্টা চালানোর পাশাপাশি আমেরিকায় আটকে থাকা আফগানিস্তানের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছে।
বিএনএ/ওজি