17 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ১৭ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১৭ ককটেল উদ্ধার


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা সদরের দক্ষিণ শহরের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদের মালিকানাধীন বিনোদন পার্কের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ওদুদ বিনোদন পার্কের পেছনে আমবাগানে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মো. ইউসুফ রানার আম বাগানে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে ককটেলগুলো লুকিয়ে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ