16 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আজকের পুঁজিবাজার: সূচক ডিএসইতে বেড়েছে কমেছে সিএসইতে

আজকের পুঁজিবাজার: সূচক ডিএসইতে বেড়েছে কমেছে সিএসইতে

পুঁজিবাজার

বিএনএ,ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ অক্টোবর) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৫৬.০৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ২ হাজার ৩৪৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০৩ কোটি টাকা কম।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৭৭.৬৮ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিন সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। দিন শেষে সিএসইতে ৮৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা কম।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ