বিএনএ, পটুয়াখালী : কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। প্রায় দশ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া ওঠে গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা সৈকতের চর-গঙ্গামতি এলাকায় ডলফিনটিকে স্থানীয়রা দেখতে পায়।
খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র সদস্যরা উদ্ধার করে। পরে বন বিভাগের সহায়তায় মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়। চলতি বছর এটি নিয়ে মোট ৯টি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে বলে ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, দেখে মনে হচ্ছে এটি জোয়ারে সময় ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের নিকটে নদীর মোহনাতে বিভিন্নভাবে দেখা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব ডলফিনের মৃত্যুর সঠিক কারণগুলো বের করার আবেদন জানাচ্ছি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, ডলফিনটি উদ্ধার করে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।