16 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » এস আলমের গাড়ি জব্দ

এস আলমের গাড়ি জব্দ

এস আলমের গাড়ি জব্দ

বিএনএ,চট্টগ্রাম: বিদেশে বিপুল অংকের টাকা পাচার করা নিয়ে দেশব্যাপী সমালোচিত এস আলম গ্রুপের একটি বিলাস বহুল গাড়ি(নম্বর চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪) জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার(৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম শহরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। ।

বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা জানা গেছে। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেয়া রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক গণমাধ্যমকে জানান, নগরের জামাল খান এলাকার একটি বহুতল ভবনের নিচে পার্কিং করে রাখা এস আলমের একটি গাড়ি জব্দ করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে  গাড়িটি জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে।

এর আগে ২৮ আগস্ট এস আলম গ্রুপের গাড়িতে চড়ে কক্সবাজারের পেকুয়ার নিজ এলাকায় সংবর্ধনায় গিয়ে দলীয় কেন্দ্রীয় নেতাদের সমালোচনার মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। যদিও পরে তিনি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন : এস আলমের গাড়ি বিতর্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

তা ছাড়া গত ২৯ আগস্ট সন্ধ্যায় নগরের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি বের করার ভিডিও ছড়িয়ে পড়লে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ তিন বিএনপির নেতাকে দল থেকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরে তাঁদের ৩জনের প্রাথমিক সদস্য পদ স্থগিত এবং একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ