20 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাক্তার-চিকিৎসক নিয়োগ

চট্টগ্রামে ডাক্তার-চিকিৎসক নিয়োগ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে

চট্টগ্রামে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল,জাকির হোসেন রোড,খুলশী। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি পরিচালিত এই হাসপাতালের ৭টি বিভাগে কনসালট্যান্ট, ডাক্তার-চিকিৎসক নিয়োগ দেয়া হচ্ছে। ৩০সেপ্টেম্বরের মধ্যে [email protected] প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং কেবল বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নিয়োগ

যে সমস্ত পদে কনসালট্যান্ট নিয়োগ করা হবে-

০১. এ্যানেসথেসিওলজিস্ট-–  MBBS,DA/FCPS/MD অভিজ্ঞ

০২. চর্ম ও যৌন রোগ বিভাগ–FCPS/MD/DDV

০৩. শিশু বিভাগ–FCPS/MD

০৪. গাইনী এন্ড অবস বিভাগ–FCPS/MS/DGO

০৫. নিউরোমেডিসিন—-FCPS/MD

০৬. জেনারেল সার্জারি বিভাগ–FCPS/MS

০৭. নাক,কান ও গলা বিভাগ—-DLO/FCPS/MS

আবেদনকারীকে ২কপি পাসপোর্ট সাইজের ছবি,শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, সত্যায়িতপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি বরাবরে ইমেইল বা ডাকযোগে আবেদন পত্র পাঠাতে হবে।

২নং পদে মহিলা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ৩-৭নং পদে সমমানের ডিগ্রীধারীরাও আবেদন করতে পারবেন।

চট্টগ্রামে ডাক্তার-চিকিৎসক নিয়োগ এর ব্যাপারে প্রয়োজনে কথা বলতে পারেন-02334466435-7,01844-041140  ওয়েবসাইট : ctgdiabetichospital.org

সূত্র: দৈনিক আজাদী,৫সেপ্টেম্বর ২০২১, শেষের পাতা।

Loading


শিরোনাম বিএনএ