15 C
আবহাওয়া
৯:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৫ জন।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। ডুবে যাওয়া ট্রলারটিকেও তুলে আনার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ