31 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক: বৈধ নথিপত্র ছাড়াই বসবাস ও কাজের অভিযোগে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের গুজরাট রাজ্য পুলিশ। গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ (এসওজি) প্রাদেশিক রাজধানী আহমেদাবাদ থেকে তাদের গ্রেপ্তার করেছে।

সোমবার (৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গুজরাট পুলিশের বিশেষ শাখা স্পেশাল অপারেশন্স গ্রুপ গত কয়েক দিন ধরে আহমেদাবাদের বাপুনগর, ওধাভ, ইশানপুর ও চাণক্যপুরী এলাকায় অভিযান চালিয়ে ওই ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

আহমেদাবাদের পুলিশ কর্মকর্তারা বলেন, ওই বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। এরপর সেখান থেকে আহমেদাবাদ গিয়ে দিনমজুরের কাজ শুরু করেন। তাদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আহমেদাবাদে ৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই চারজনই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 1769 


শিরোনাম বিএনএ