26 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

বিএনএ, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর বিরূপ ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। কিন্তু আমরা যেখানে সেখানে প্লাস্টিক দ্রব্য ফেলে রাখি, ফলে আমাদেরই ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং প্লাস্টিক দূষণরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম

Loading


শিরোনাম বিএনএ