21 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম সমিতির শোক প্রকাশ

চট্টগ্রাম সমিতির শোক প্রকাশ

মৃত্যুতে শোক

ঢাকা:  চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির  সভাপতি জয়নুল আবেদীন জামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো ।

রোববার(৫জুন) এক বিবৃতিতে সমিতি নেতৃবৃন্দ নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সকল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ,  চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ৭ জন ফায়ার সার্ভিস কর্মী বলে জানা গেছে। শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে আগুন লাগে। রোববার (৫জুন) স ন্ধ্যা পর্যন্ত  আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিএনএ/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ