বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । শনিবার (০৫ জুন) সকাল ৭টার দিকে বজ্রপাতে মারা যান ওই কৃষক।খালেক উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশুরিয়া এলাকার বাবু ব্যাপারীর ছেলে। তিনি এক সন্তানের জনক বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, শনিবার সকাল ৭টার দিকে নিজ জমিতে ধান কাটতে যান আব্দুল খালেক। ওই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ে বজ্রপাতের কবলে পড়ে নিজ জমিতেই খালেকের মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কালীপদ সরকার।
বিএনএ/ ইমরান খান,ওজি