26 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » টয়লেট ট্যাংক থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টয়লেট ট্যাংক থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ৬ দিন পর শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহিনুর আলম ওরফে ইকবাল উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। সে ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেতেন।বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ।এ ঘটনার পর বুধবার (১ জুন) রাতে নিখোঁজ শিক্ষার্থীর পিতা আব্দুর রওফ বাদী হয়ে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিহতের চাচা বলেন, ঘটনার দিন রাত ১০ টার দিকে ইকবাল রাতের খাবার খেয়ে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ইকবাল যে দেকান চা খেতে গিয়েছিল ওই দোকানে অপরিচিত ২ থেকে ৩ জন যুবকের সাথে ওই রাতে আড্ডা দেয় সে । হঠাৎ করেই ওই যুবকরাসহ আমার ভাতিজা নিখোঁজ হয়। এরপর থেকেই ইকবাল নিখোঁজ ছিল।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি 

Loading


শিরোনাম বিএনএ