18 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে করোনায় আরও ৮ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও ৮ জনের মৃত্যু


বিএনএ, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও আটজন মারা গেছেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ