31 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে মালয়েশিয়ান জাহাজ

৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে মালয়েশিয়ান জাহাজ

৭০৩টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে মালয়েশিয়ান জাহাজ

বিএনএ ডেস্ক: ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার (৫ মে) সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে। এ জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।

এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সঙ্কটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সঙ্কট কেটে গেছে। তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দু’টি বিদেশী জাহাজ আরো গাড়ি নিয়ে মোংলায় আসবে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সঙ্কট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরা এখন গাড়ি আমদানি করছি। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রভাব পড়েছিল, যে কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশা করি রাজস্বও বাড়বে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ