36 C
আবহাওয়া
১১:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » আইসিসির নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ: বাংলাদেশ কত নাম্বারে

আইসিসির নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ: বাংলাদেশ কত নাম্বারে

আইসিসি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ টি২০ টিম র‌্যাংকিং( Men’s T20I Team Rankings), পুরুষ ওয়ান ডে টিম র‍্যাংকিং( Men’s ODI Team Rankings) এবং পুরুষ টেস্ট টিম র‍্যাংকিং( Men’s Test Team Rankings) এর নতুন র‌্যাংকিং তালিকা(ICC Team Rankings) প্রকাশ করেছে। গত ৪মে র‌্যাংকিং তালিকার বার্ষিক হালনাগাদ তথ্য প্রকাশ করে আইসিসি।

যেখানে বাংলাদেশ  Men’s T20I Team Rankings-৮ম, Men’s ODI Team Rankings ৭ম এবং Men’s Test Team Rankings এ নবম স্থানে রয়েছে।

পুরুষ টি২০ টিম র‌্যাংকিং( Men’s T20I Team Rankings)

তাই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এখন রয়েছে ৭২টি দেশ। আগে ছিল ৯১টি দেশ।এই টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের স্থান ৮ম।

০১. ভারত

০২. ইংল্যান্ড

০৩.পাকিস্তান

০৪.সাউথ আফ্রিকা

০৫.অস্ট্রেলিয়া

০৬.নিউজিল্যান্ড

০৭. ওয়েস্টইন্ডিজ

ম্যাচ কম খেলার কারনে টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা  থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে আইসিসি।

গত ৪মে র‌্যাংকিং তালিকার বার্ষিক হালনাগাদে সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে ২০১৯ সালের মে থেকে অন্তত ছয়টি রেটযুক্ত ম্যাচ খেলতে হবে দলগুলোকে। কিন্তু আইসিসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯টি সহযোগী সদস্য দেশ র‌্যাংকিং থেকে বাদ পড়েছে।

পুরুষ ওয়ান ডে টিম র‍্যাংকিং( Men’s ODI Team Rankings)

পুরুষ ওয়ান ডে টিম র‍্যাংকিং( Men’s ODI Team Rankings) এ নতুন তালিকায় বাংলাদেশের স্থান ৭ম।

এই তালিকায় –রয়েছে

০১. নিউজিল্যান্ড

০২. ইংল্যান্ড

০৩. অস্ট্রেলিয়া

০৪. ইন্ডিয়া

০৫. পাকিস্তান

০৬. সাউথ আফ্রিকা

০৮. শ্রীলংকা

০৯. ওয়েস্টইন্ডিজ

১০. আফগানিস্তান

১১. আয়ারল্যান্ড

১২. স্কটল্যান্ড

১৩. ইউএই

১৪. নেদারল্যান্ড

১৫. জিম্বাবুয়ে

১৬. ওমান

১৭. নামিবিয়া

১৮. ইউএসএ

১৯. নেপাল

২০. পাপুয়া নিউ গিনি

পুরুষ টেস্ট টিম র‍্যাংকিং( Men’s Test Team Rankings)

পুরুষ টেস্ট টিম র‍্যাংকিং (Men’s Test Team Rankings) এ ১০টি দেশের এই নতুন তালিকায় বাংলাদেশের স্থান নবম।

০১. অস্ট্রেলিয়া

০২. ইন্ডিয়া

০৩.নিউজিল্যান্ড

০৪. সাউথ আফ্রিকা

০৫.পাকিস্তান

০৬. ইংল্যান্ড

০৭.শ্রীলংকা

০৮.ওয়েস্টইন্ডিজ

১০.জিম্বাবুয়ে

সূত্র: আইসিসি ওয়েবসাইট

Last updated (GMT) – 04 May 2022, Developed by David Kendix

বিএনএনিউজ২৪,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ