30 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১৪২

চট্টগ্রামে করোনায় আরও মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১৪২


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায়(সোমবার সকাল ৮টা-মঙ্গলবার সকাল ৮টা) চট্টগ্রামে ১ হাজার ৪টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে রয়েছেন শহরে ১১৩ জন এবং উপজেলার ২৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৬২০ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। যাদের মধ্যে শহরে ৪ জন এবং উপজেলার ১ জন।

যে সমস্ত ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে

বুধবার (৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় ২৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৮টি নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ,  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৫টি নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬টি নমুনা পরীক্ষায় ১৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ১২টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামে করোনা শনাক্ত

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৯টি ল্যাবে ১০০৪টি নমুনা পরীক্ষায় ১৪২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬২০ জন। যাদের নগরে ৪০ হাজার ৫৪৯ জন এবং উপজেলার ১০ হাজার ৭১ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫ জন বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জন। মারা যাওয়াদের নগরে ৪০৪ জন এবং উপজেলার ১৪১ জন।

বিএনএনিউজ২৪/ আমিন 

Loading


শিরোনাম বিএনএ