বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। বুধবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ এর অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন,২০১০) এর ১২ (১) ধারা অনুসারে একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
আগামী চার (৪) বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদিসহ বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অনান্য সুবিধাও ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বিএনএনিউজ/তারিক,মনির