16 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভয়াবহ পরিস্থিতিতে সমস্ত জাতি:মির্জা ফখরুল

ভয়াবহ পরিস্থিতিতে সমস্ত জাতি:মির্জা ফখরুল


বিএনএ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্ত জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। সরকার ভয়াবহভাবে দখল করে সবকিছু তছনছ করে দিচ্ছে। যারা এসব বিষয়ে লিখতে চায়, তাদের সাইবার মামলা দেয়া হচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে, তখন তাদের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না। মনে হয়না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির আন্দোলন নস্যাৎ হয়নি। দাবি আরও বেগবান করে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এ সময় জাতীয় ঐক্য আরও দৃঢ়ভাবে গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ