25 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » “আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

“আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ চলছে “আইআইইউসি রামাদ্বান কালচারাল উইক”

মাহে রামাদ্বান এর গুরুত্ব ও মাহাত্ম্য শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর“মোরালিটি ডেভেলাপমেন্ট প্রোগ্রাম”এবং“প্রক্টরিয়ালবডি”- এর তত্ত্বাবধানে ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের স্টুডেন্টস ক্লাব সমূহের সমন্বিত উদ্যোগে “আইআইইউসি রামাদ্বান কালচারাল  উইক” নামে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন মাঠে ৪ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) থেকে শুরু হওয়া “আইআইইউসিরামাদ্বানকালচারাল উইক” এরশুভ উদ্ভোদনকরেনআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজএরমাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজামুহাম্মদ নেজামুদ্দিন নদভীএমপি। এসময় উপস্থিত ছিলেন আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, রেজিস্ট্রার জনাব এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টরজনাব মোঃইফতেখার উদ্দিন সহআইআইইউসির   শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে ‘রামাদান এক্সপো’। এতে আইআইইউসির বিভাগীয়  ক্লাব সমূহ বিভিন্ন পণ্যের স্টল নিয়ে অংশ গ্রহণ করছে। অতিথি গণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

bnanews24,GN

Loading


শিরোনাম বিএনএ