25 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোকিয়া আফজাল আর নেই

রোকিয়া আফজাল আর নেই

রোকিয়া আফজাল আর নেই

বিএনএ, ঢাকা : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান আর নেই। বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ডেইলি স্টার অনলাইন। রোকিয়া আফজাল রহমান দ্য ডেইলি স্টারের মালিকানাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত রোকিয়া আফজাল রহমান মিডিয়া স্টারের শেয়ারহোল্ডার পরিচালক এবং এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ