15 C
আবহাওয়া
১০:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ‘২ কোটি টাকায় দৃষ্টিনন্দন মসজিদ বানালেন রোজিনা’

‘২ কোটি টাকায় দৃষ্টিনন্দন মসজিদ বানালেন রোজিনা’

'২ কোটি টাকায় দৃষ্টিনন্দন মসজিদ বানালেন রোজিনা'

বিএনএ, ঢাকারাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘোনাপাড়া গ্রামে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদের উদ্বোধন করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

রোজিনা জানান, তুরস্কের নকশায় ৬ শতাংশ জমির উপরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। নিজের মায়ের নামে মসজিদের নামকরণ করেছেন ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। জানান, দুই বছর ধরে চলে মসজিদটির নির্মাণ কাজ। মসজিদ নির্মাণে তার প্রায় দুই কোটি টাকা ব্যায় হয়েছে।

চিত্রনায়িকা রোজিনা বলেন, তার অনেকদিনের স্বপ্ন ছিল গোয়ালন্দে নানা বাড়িতে একটি মসজিদ নির্মাণ করবেন। সেই লক্ষ্যে ২০২০ সালের ৩ জানুয়ারি কাজ শুরু করেন তিনি। মসজিদের উদ্বোধন করতে পেরে নিজের কাছে বেশ ভালই লাগছে বলে জানান তিনি।

রোজিনা বলেন, যে জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেটি তার নানা তার মাকে দিয়েছিলেন।

রোজিনা জানান, খুব শিগগিরই একই এলাকায় একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পনা আছে তার। সে কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ