বিএনএ, মিরসরাই : মিরসরাই থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি এমরান হোসেন রনিসহ ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক আসামি ১জন রয়েছে।
গ্রেপ্তরকৃতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের মৃত হোসেন আহাম্মদের পুত্র মো. কামাল উদ্দিন, মো. মাহফুজুর রহমান, মো. জসিম উদ্দিন বাচ্চু, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র জহির আলম, শাহ আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন রনি, মধ্যম মায়ানীর নেজাম উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, ওয়াহেদপুর এলাকার আহাম্মদের রহমানের পুত্র আখেরুজ্জামান, বালিয়াদি এলাকার মৃত আহাম্মদ হোসেনের পুত্র মো. ইয়াছিন, উত্তর হাইতকান্দি এলাকার মৃত ডালিম বড়ুয়ার পুত্র রাহুল বড়ুয়া ও রায়পুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জাহেদ হোসেন লাভলু।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এমরান হোসেন রনির বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুন্ড থানায় চুরি, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক ১ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/আশরাফ উদ্দিন,/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন