20 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ হাজার ৯শ’ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে ২ হাজার ৯শ’ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে ২ হাজার ৯শ’ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ২ হাজার ৯শ’ ইয়াবা বড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ( ৪ এপ্রিল ) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং ইউপির নয়াপাড়া পোয়া হালুর ঘর এলাকার মো. ইউনুসের ছেলে মো. ফয়সাল(২০) ও গোদারবিল ইউপির নাজির পাড়া কালুর বাড়ির দীন মোহাম্মদ কালুর ছেলে মো. জাহাঙ্গীর আলম(২৫)।

সিএমপির এডিসি (জন সংযোগ) মো. শাহাদত হুসেন রাসেল বলেন, ৪ এপ্রিল বিকাল তিনটার দিকে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৯শ’ ইয়াবা বড়িসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ