20 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৮ চোরাই মোবাইল ও ৪ ল্যাপটপসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ২৮ চোরাই মোবাইল ও ৪ ল্যাপটপসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ২৮ চোরাই মোবাইল ও ৪ চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার ৪

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ২ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফেনীর সোনাগাজী থানার লক্ষীপুর ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান (২৫), নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিন হাতিয়ার মো. মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২০) এবং বরিশালের কাউনিয়া থানার চরবাড়ীয়া ভেদী বাড়ির (হাওলাদার বাড়ি) মৃত সাইদুল ইসলামের মো. ইমরান (২৬) ও তার ভাই  মো. রিপন (৩২)।

সিএমপির এডিসি (জন সংযোগ) মো. শাহাদত হুসেন রাসেল বলেন, ২ এপ্রিল রাত রাত পৌনে ৮টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অভিযান চারিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপ জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ