16 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি আয়োজিত কর্মশালার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি আয়োজিত কর্মশালার উদ্বোধন


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে ২ দিনব্যাপী “দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমান।

উল্লেখ্য, ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৯০ জন কর্মচারী “দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার” বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বিএনএ/ রবিউল/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ