বিএনএ ডেস্ক, ঢাকা: দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ১১৬ রানের মামুলি টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১১৫ রান করে টাইগার বাহিনী।
ইনিংসের শুরুতে দলীয় ৭ রানের মাথায় ১০ বলে ৪ রান করে মোহাম্মদ নবীর বলেন ক্যাচ দিয়ে ফেরেন মুনিম শাহরিয়ার। দলীয় ২২ রানের মাথায় আজমতুল্লাহর বলে ক্যাচ তুলে দেন লিটন দান। ১০ বল খেলে ১৩ রান করেন তিনি। দলীয় ৩৮ রানের মাথায় পতন হয় তৃতীয় ইউকেটের। ১৯ বলে ১৩ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম। টাইগারদের চতুর্থ ইউকেটের পতন হয় দলীয় ৪৫ রানের মাথায়। ১৫ বলে ৯ রান করে ফিরে যান দলের মূল ভরসা সাকিব।
বাংলাদেশের ৮৮ রানের মাথায় দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহও পথ ধরেন সাজ ঘরের। ১৪ বলে ২১ রান করে এলবিডব্লিউ’র শিকার হন তিনি। ষষ্ঠ ইউকেটের পতন হয় দলীয় ৯৯ রানের মাথায়। শততম টি-টোয়েন্টি খেলতে নেমে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি মুশফিক। ২৫ বলে ৩০ করে ফারুকির বলে ক্যাচ তুলে দেন তিনি।
দলীয় শতক পার না হতেই আসে সপ্তম আঘাত। শূণ্য রানে ফিরে যান মেহেদি হাসান। বাংলাদেশের অষ্টম ইউকেট পড়ে ১০৪ রানের মাথায়। আফিফ হোসাইন ফেরেন ৯ বলে ৭ রান করে। নবম ইউকেটের পতন হয় দলীয় ১০৫ রানের মাথায়। তিন বলে শূণ্য রান করে ফেরেন শরিফুল ইসলাম।
পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় অর্ধশতক আসে ৬৮ বলে। আর শতকের ঘরে পৌঁছায় ৯৮ বলে।
আফগানিস্তানের পক্ষে ফারুকি ৪ ওভারে ১৮ ও আজমতুল্লাহ ৪ ওভারে ২২ রান দেন। দুজনেই ৩টি করে ইউকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ নবী ৪ ওভারে ১৪ ও রশিদ খান ৪ ওভারে ৩০ রান দিয়ে ১টি করে ইউকেট শিকার করেন।
বিএনএ/ এ আর