26 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত


বিএনএ ডেস্ক:মাদারীপুরের শিবচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

এতে মাদারীপুরের সব উপজেলা প্রশাসন, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে চার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিসনের সহযোগিতায় পদ্মা সেতুর টোল প্লাজা থেকে পদ্মাসেতুর অ‌্যাপ্রোচ সড়কে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

পরে টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে শিবচরের কাঁঠালবাড়ি এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন নিয়ে আবার টোল প্লাজায় গিয়ে শেষ হয়। ম‌্যারাথন শেষে পাঁচটি গ্রুপে তিন জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।

ম্যারাথনে অংশগ্রহণকারী ও প্রথম স্থান অধিকারী কাঁঠালবাড়ি ইউনিয়নের আবু বক্কর বলেন, ‘আমি পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি। এতে আমি গর্বিত। সেনাবাহিনীর এমন আয়োজন অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে।’

ম্যারাথনে অংশগ্রহণকারী ও দ্বিতীয় স্থান অধিকারী কুতুবপুর ইউনিয়নের ইমন মিয়া বলেন, ‘ম্যারাথনে সব বয়সের নারী-পুরুষের অংশ গ্রহণে খুব সুন্দর একটি আয়োজন করেছেন মাদারীপুর জেলা প্রশাসন। সেখানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এ প্রতিযোগিতায় স্কুল-কলেজের ছেলে-মেয়েসহ সাধারণ জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। এতে তারা একটি ফেস্টিভ মুড পেয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজনটা সবকিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- লে. কর্নেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি, অধিনায়ক ৮ বীর, নবম পদাতিক ডিভিশন), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ