27 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ওই পার্ক বন্ধের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন প্রাইম মুভার শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) কাস্টমস ও সল্টগোলা মোড়ে রাস্তার পাশে গাড়ি রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

অবরোধের কারণে বন্দরের পাশাপাশি পতেঙ্গা, অলংকার ও বিমানবন্দর এবং শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বিক্ষোভকারী চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, গতকাল রাতে ডিসি পার্কের কর্মচারীরা তাদের চালক শ্রমিকদের মারধর করে। এখন ডিসি পার্ক বন্ধ, আহতদের ক্ষতিপূরণ এবং টোল রোডের নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ রাখা হয়েছে। মারধরের ঘটনার পর আমাদের সাথে বৈঠকে এর কোনো সুরাহা হয়নি। তাই আমাদের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে কিছুক্ষণ পর পর সড়কে যান চলাচল বন্ধ করে দিচ্ছেন তারা। আমরা তাদের অনুরোধ করে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করছি। কিন্তু তারা সড়ক ছেড়ে যাচ্ছে না।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ ফেব্রুয়ারিতেই ড. ইউনূসের ভাগ্য নির্ধারণ? ডিসি পার্কে সংঘর্ষ: সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম