16 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সেফ হোম ও মসজিদে বোমা হামলা : মধ্য গাজায় ৩০জন নিহত

সেফ হোম ও মসজিদে বোমা হামলা : মধ্য গাজায় ৩০জন নিহত

সেফ হোম ও মসজিদে গুলি

বিশ্ব ডেস্ক : ইসরায়েল-গাজা যুদ্ধের আজ সোমবার(৫ ফেব্রুয়ারি)১২২তম দিন। রবিবার রাতে ইসরায়েলী বিমান হামলায় মধ্য গাজার একটি সেফ হোম ও মসজিদে অবস্থানরত কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়। তাছাড়া গাজা শহরের আল-শিফা হাসপাতালের নিকটে দখলদার ইসরায়েল রাষ্ট্রের সৈন্যরা গুলি করে ৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ঘটনায় হাসপাতালে আটকে পড়া স্বাস্থ্যকর্মী, রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা “সম্পূর্ণ ভীতসন্ত্রস্ত” হয়ে পড়েছে।

সোমবার সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী দলগুলো সকালে সেফ হোম ও মসজিদে হতাহতদের উদ্ধার ও আটকে পড়া জীবিতদের সন্ধান করেছে।

২৭হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত এবং ৬৬ হাজার ৬৩০ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একহাজার ১৩৯জন।

এদিকে রবিবার মার্কিন সিনেটরদের দ্বারা প্রকাশিত একটি জরুরি তহবিল বিলে ইসরায়েলের জন্য ১৪.১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিডের স্লিং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে ৪ বিলিয়ন ডলার।

এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ