Bnanews24.com
Home » চবি ক্যারিয়ার ক্লাবের ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার 
সব খবর

চবি ক্যারিয়ার ক্লাবের ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার 


বিএনএ, চবি :  বিসিএস নিয়ে স্বপ্নাবিষ্ট শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) আয়োজন করেছে ‘ রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার। আগামীকাল সকাল ১০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) এ শীর্ষক সেমিনার উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্লাবটি।

বিসিএস যাদের স্বপ্ন এমন ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে এ সেমিনারে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, বিশেষ অতিথি উপ- উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী,প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করবেন, চবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম।

এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং সেন্টার নোয়াখালী, চট্টগ্রাম) মোহাম্মদ রাকিব খান।, চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটহিমাদ্রি খিসা।

সেমিনারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজাদী ও দি ফিনেনসিয়াল এক্সপ্রেস, কৌশলগত পার্টনার হিসেবে থাকবে ফিউচার আইকন।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি